প্রথম যেদিন ওকে দেখলাম, মনে
হলো ছাঁই চাপা আগুন! খুব চঞ্চলা
চুপচাপ বসেছিল; আসেনি একলা,
মা ছিলেন সাথে। সদা সুরক্ষা বিধানে।
হরিণী চোখ, মৃগাঙ্ক মুখ! সর্বজনে
জানে, কাছে দূরে এক সুহাসিনী বালা
চপলা বুদ্ধিদীপ্ত মধুর মিষ্টি গলা,
দৃষ্টিতে তুর্যবান বিনয়ী আলাপনে।
দেখা হলে হাসিমুখে জানায় কুশল,
লালিত স্বপ্ন নিয়ে বন্ধুর পথ চলে;
সে জানে কি করে পাহাড় ডিঙ্গাতে হয়।
এমন রত্ন ঘরে ঘরে হোক সম্বল,
ছেলে নয় মেয়ে হবে ভরসা আঁচলে;
জগৎ হাসবে সুখে রবে মঙ্গলময়।
-------------- -------------- --------------
২৯/০১/২০২০, বুধবার, রাতঃ১০ঃ৩৪ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.