নেড়ো নাতো খুব বেশী,
পড়ে যাবে টুপটাপ!
থাক না নেবু পাতায়
ওইটুকু জলছাপ।
।
বুকের গভীরে স্পর্শ
থাকুক হাজার বর্ষ!
-------------- --------------
০৭/০৬/২০১৯, শুক্রবার, সকালঃ১০ঃ০৫ মিনিট, +(৬)
Unauthorised use or reproduction for any reason is prohibited.