রাত গভীর হলে কেউ এসে বুকের দুয়ারে টোকা দেয়,
ঘুম ভাঙ্গে না স্বপ্নে বিভোর হয়ে পড়ি নিজের অজান্তে।
পিপাসা কাঁতর মন তৃষ্ণার জল খোঁজে রহস্য দরিয়ায়,
চোখের সামনে শুধু মরু-মরিচিকা ঝিকমিক বালিয়াড়ি।
এমন অনেক রাত ঘুমের মধ্যে সোনালী চুলের সেই মেয়ে
যাকে কল্পনায় খুব আপন করে ভাবি; বার বার টোকা দেয়
বুকের দুয়ারে, একদিন তাকে দেখেছিলাম কবিতার আসরে।
সেই মুখ চোখে ভাসে বিশাল এক ক্যানভাস হয়ে অহর্নিশ।
এখন বিনিদ্র রজনী কাটে কোন এক বালিকার স্বপ্নাতুর
শিহরিত আলিঙ্গনে; পরিপূর্ণ রমণী সে নয়, তবু অনেক
কষ্টে চৌষট্টিকলার ফাঁদ পেতে বসে থাকে বুকের মধ্যে।
তাকে আর ভুলতে পারি না, ভুলা যায় না সে সব স্মৃতিও।
রাত গভীর হলে নানা রূপে নানা বেশে সে আসে ও যায়,
ছুঁতে গেলে সহসা চিকন হাসি দিয়ে কোথায় যেন পালায়!
---------------------- ০ --------------------
৪ জুলাই ২০২২, ২০ আষাঢ় ১৪২৯, ৪ জিলহজ্ব ১৪৪৩, সোমবার, রাত:১০:৫৩, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)