সমস্ত শান্তনা বাটখারাগুলো তুলে দেওয়া হয়েছে এক পাশে,
আর এক পাশে ঝুলে আছে জীবন্মৃত একটা গোটা জীবন।
কাঁপছে দাঁড়িপাল্লা, কাঁপছে তাবৎ এ মানবিক জগৎ,
টুপি-দাঁড়ি, পৈতে-ক্রুশ দেখছে চেয়ে নির্বাক-নিঃস্তব্দ।
।
সূর্য ঢলে পড়ছে, পাখিরা ফিরছে নীড়ে, চাঁদ-তারা হাসছে,
আর একটু একটু করে অবহেলিত জীবন ফুরিয়ে যাচ্ছে।
------------------ ------------------ ---
০১/১০/২০১৮, সোমবার, রাতঃ১০ঃ৩৭ মিনিট,(+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.