(শুধু তোর জন্য)
।
গরম লুচি মুরগী কষা মুখে তুলে-
খাইয়ে দিল যার হাতটা, মনে হলো
মায়ের হাত, আদরে ভরা; কেঁড়ে নিলো
মনের ছোঁয়া, প্রাণের স্পর্শ, সব ভুলে!
সোহাগী মেয়ে এমন করে দেখা হলে,
চাঁদের হাসি মমতা মাখা, কে শিখালো!
জড়িয়ে বুকে মধুর সুখে যেন এলো-
জন্মের দায়ে মাতৃত্ব বলে মনখুলে।
নিয়ন বাতি রাস্তার পাশে লোকজন,
বুঝেনি কেউ দুইটি প্রাণ কি বন্ধনে
শ্রদ্ধায় স্নেহে কেমনে হয় সমর্পণ!
একটু স্মৃতি বিমূর্ত হয় চিরন্তন,
হৃদয় তলে অটুট থাকে আলিঙ্গনে
বাঁচতে সাধ জাগায় প্রানে সারাক্ষণ।
-------------- -------------- --------------
২৫/০১/২০২০, শনিবার, সকালঃ১০ঃ৫৯ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.