অভিশাপ কাউকেই দিই না কখনো,
অধিকার কিবা আছে শাপ-শাপান্তের!
ভালোবাসা কুড়াই; বিলাই ভালোবাসা,
নিজের সাথেই দিনরাত করি খেলা।
যে ভালোবাসে না রাখি বুকের গভীরে,
সাগর অতলে সুপ্ত ঝিনুক যেমন।
তার মধ্যে খুঁজে ফিরি মুক্তা-মণি-প্রেম,
যদি খুলে দেয় বন্ধ মনের দুয়ার।
পৃথিবী নিজের নয় নয়তো আপন,
এখানে আসা যাওয়া নিয়ম বাঁধনে।
চিরস্থায়ী নহে কেহ; সকলই মায়া।
ভালোবাসা বুকে নিয়ে যে নেয় বিদায়,
জীবনে কি পেলো বন্ধু সেই সে কৃপণে!
সবাইতো যায় চলে ফেলে যায় ছায়া।
------------------ ০ ---------------
২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার, সকাল:১০:৫১ মিনিট, কাব্যকুঞ্জ।