(উৎসর্গঃ বনানী অগ্নিকাণ্ডে নিহত ও আহত সবাইকে)
।
পুড়ছে বনানী দেখ কাঁদছে জননী,
যার কোল খালি হল সেই তো বুঝলো
সকালে বেরল বাছা আর না ফিরলো
পোড়া দেহ পড়ে র'লো ভাগ্যের লেখনী!
।
বুকের মাণিক ফিরে পেল না বাবাকে,
মায়ের বুকের দুধ কোলের শিশুটি
পাবে না আর কোনদিন; সোনার জুটি
ছিন্ন করে পালাল পতি ফেলে জায়াকে।
।
রাতের বিছানে স্বামী ডাকবে না কাছে,
মায়ের আদর পাবে না দুধের শিশু
বোনটিকে পাবে না ভাই, মেরীকে যীশু
এর চেয়ে বড় কষ্ট কিবা আর আছে!
।
অসহায় প্রাণী বলে সব তাঁর ইচ্ছা,
আদম হাওয়া থেকে চিরন্তন কেচ্ছা!
-------------- -------------- --------------
২৮/০৩/২০১৯, বৃহস্পতিবার, রাতঃ১১ঃ১১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.