(যার আলাপচারিতায় এই ভাবনার জন্ম)
মানুষের প্রতিরূপে বর্ণমালা খুঁজি,
এই ব্রত নিয়ে পথ চলা মুক্ত মনে।
ভালোবাসা পেলে অনুপ্রাণিত মননে,
অসীম তৃপ্তিতে নীরবেই চোখ বুঁজি।
স্মৃতির জাবর কাটি জমা হয় পুঁজি,
সেই অনুভব কাগজ-কালি মিলনে,
হয় কাব্যের কাহিনী হৃদয় গহনে,
পেশাতো নয় বন্ধু; কাব্যে খুঁজি না রুজী।
ফুল-চাঁদ, নারী-নদী সৌন্দর্য প্রতীক,
সবুজে শ্যামলে কতোইনা মাখামাখি -
নিজের চোখেই ভাসে দৃশ্য-প্রতিবিম্ব।
পৃথিবী সুখের নয় নয়তো সঠিক,
স্বপ্নের সফল শস্য আগলিয়ে রাখি,
জীবন চলায় হয় সুখের প্রারম্ভ!
--------------------- ০ --------------------
০৯/০৮/২০২১, দুপুর: ১২:৩১ মিনিট, কান্যকুঞ্জ।