কাল রাতটা ছিল শ্যামলা-কালো নিকষ ছিল না তেমন,
আবছা মেঘে মাঝে মাঝে ঢেকে যাচ্ছিল যুবতী চাঁদটা।
তারাদের খুনসুটি ছিল যে কারুর নজরে পড়ার মতই,
কামিণীশোভা অলকানন্দা জুঁই ছিল নিলাজ নিরাবরণ।
বুকের খাঁজ বেয়ে নেমে যাচ্ছিল কী এক শিহরণানুভূতি,
এমন হয় না খুব একটা; কাল রাতে কেন হল ভাবতেই-
হঠাৎ মোবাইলে রিংটোন স্ক্রিন থেকে উধাও সানিলিওন,
প্রাক্তন হলেও প্রেমিকারা নতুন করে ভাবে মাঝে মধ্যে।
স্মৃতির সুডৌলস্তনে মুখ ঘষে, নাক ডুবিয়ে পদ্মনাভিতে,
ডানে-বাঁয়ে কত কিছু ছেঁড়ে-ছুঁড়ে পৌঁছে যাই মনপুকুরে।
খোলা ছিল, খোলাই থাকে কারো জন্য কারো মনকপাট
সারাটারাত জাগিয়ে রাখলে এক মন্ত্রমুগ্ধ, ভালোবাসায়!
এমন শ্রাবনবৃষ্টিতে তোমার কোমল বুকের বকুলতলায় মাথা গুঁজি,
নির্মল রক্তপদ্মপুকুরে ডুব-সাঁতার কেটে নিরন্তর সুখটাই শুধু খুঁজি।
----------------------
৭ই আগষ্ট ২০২০, ২৩শে শ্রাবন ১৪২৭, শুক্রবার, বিকালঃ০৫ঃ৫১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.