বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমীতে এসে,
গুরু শিমুল মুস্তাফা ভাইয়ার মুখেই শুনেছিলাম, 'আমাদের একজন ঈশ্বর দা' আছেন।
একটু অবাক হয়েছিলাম; ঈশ্বর দা!
সময় গড়িয়ে গেল, ধীরে ধীরে আবিস্কার হলো,
চিনলাম, জানলাম, বুঝলাম রহস্য।
আজ ঈশ্বর দা, আমাদের সবার প্রিয়-
সদাহাস্য আমোদী মানুষ নিপুণ নিয়ামত ভাইয়ের
শুভ জন্মদিন, অনেক খুশীর দিন।
খুব ভাগ্য নিয়েই জন্মেছেন তিনি জগতে,
কথায় কাজে আলাপে আচরণে প্রেমে সহমর্মিতায়
একনিষ্ঠতা ও স্বচ্ছতা তাকে বানিয়েছে ঈশ্বর দা।
শুভ কামনা, তার আগামী পথচলা ভরে উঠুক সাফল্যে,
ঈশ্বর দা, মনের মণিকোঠায় ঈশ্বর হয়েই থাকুক নিভৃতে।
--------------------- --------------------------
৪ঠা অক্টোবর ২০২০, ১৯শে আশ্বিন ১৪২৭, ১৫ই সফর ১৪৪২, রবিবার, সকালঃ১১ঃ০১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reaasin is prohibited.