কামরাঙ্গার রেখার মতো পিঠের উপর দাসত্ব ক্ষত,
দেখো কেমন চকচক করছে শোষনের জঘন্য প্রবৃত্তি।
দলদাসে প্রবৃত্ত মেধা শূণ্য স্বঘোষিত দলের মধ্যমণি,
শোষণে শাসনে বেণিয়া বৈশিষ্ট তাজা রক্তে লালিত।
।
দু'শ বছরের দাসত্বে রক্তে রোপিত মীর জাফর বীজ,
ধীরে ধীরে অঙ্কুরিত হয় সময় ও সুযোগের ব্যবহারে।
নৈতিকতা ধুয়ে যায় স্বার্থবাদী স্বপ্ন সাফল্য বাসনায়,
মানবতা ঢেকে যায় আধুনিকতার কালো আলখেল্লায়
।
দশের দাসীর গর্ভে বুদ্ধিজীবির উদগীরিত কামাগ্নি!
বেড়ে ওঠে বিষ পোকা, সমাজের, জাতির ভবিষ্যৎ,
সুখ খোঁজে অসুখে জরাজীর্ণ অসুস্থজন লক্ষণরেখায়
।
বাতাবীলেবুর বোঁটায় বৃষ্টিফোঁটা, সদ্যজাতের বুকে তৃষ্ণা,
চামড়ায় নুন জমে, ঘামেগন্ধে একাকার শরীর বিছানা বালিশ।
অনাহারী গর্ভে নতুন ভ্রূণ, অস্থিসার ষাঁড়ের মাকাল হুঙ্কার!
==========
১৪ নভেম্বর ২০১৮, বুধবার, সকালঃ ০৬ঃ২১ মিনিট, [+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited