কতটা পুরুষ আর কতটা মানুষ!
এ বড় সংশয় আজ চিন্তার বিষয়,
একলা চলতে পথে নারীর হৃদয়-
কাঁপছে ভীষণ ভয়ে থাকছে না হুশ!
পুরুষ সমাজে তারা যেন বা ফানুস!
বলতে বুকের ব্যাথা যতটা না ভয়,
তারও অধিক লজ্জা পৌরুষ বলয়-
শাসনে শোষণে করে নিয়ত বেহুশ!
শুধু কুর্মিটোলা নয় পুরো বাংলাদেশ,
ধর্ষণ আতঙ্কে কাঁপাচ্ছে নারীর মন-
শিশু কিশোরী যুবতী বৃদ্ধা নাই রক্ষা!
পথে ঘাটে বিদ্যাপিঠে একি পরিবেশ!
মাদ্রাসা মন্দির গীর্জায় চলে ধর্ষণ-
এই কি উন্নত জাতির প্রকৃত শিক্ষা!
-------------- --------------
০৭/০১/২০২০, মঙ্গলবার, রাতঃ১০ঃ৪৯ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.