০১.
দেখা হয় যদি টি এস সি, গণপাঠাগারে
চারুকলায় কিম্বা জাতীয় যাদুঘরে
চিনতে পারবে কি সেই সে চিরচেনাকে!
।
০২.
কাঁচপোকা তিল শরমে মাখামাখি
নাভির কদমে নেমেছিল বর্ষা
ঋতুমতী রতি রাতের একতারায়।
।
০৩.
প্রচন্ডভাবে সতর্ক করে দেওয়ার পরেও
তুফানে ভাসল তরী, উঠুক ঝড়
নিষিদ্ধ স্বপ্নে দেব পাড়ি পাল তুলে।
।
০৪.
সজারু কন্টক ওই পেলব শরীরে চেপে
ভয় যতই দেখাও ছলাকলায়
নির্ভিক নাবিক ফেলব নোঙ্গর আঙ্গিনায়।
।
০৫.
নিষিদ্ধ গন্ধম হও যদি নিজের ভূবণে
ঈশ্বর অমান্য করে, দেখো ঠিক ঠিক
আদম হবো ইভের উঠোনে প্রতিদিন।
।
০৬.
যা কিছু লুকাও দৃষ্টির আড়ালে
আরশির মতো স্বচ্ছতায় সব
দৃষ্টিগোচর হয় রাতের অন্ধকারেও।
।
০৭.
দেহের ভুগোলে খালবিল নদীনালা
পার হতে হয় নিজেরই বুদ্ধিমত্তায়
নিবীড় অন্ধকারেও চৌকস ভাবনায়।
।
০৮.
কতো দূরে যেতে চাও
থাকতে চাও কতোটা বিমুখ
কোকিল ডাকলেই ফুল ফুটবে।
।
০৯.
মূলত ঋতুরাজ ফুটালে ফুল বুকের বাগানে
ভ্রমর প্রজাপতি কে আর বেধে রাখে ঘরে
সম্মোহনী স্পর্শে সোনার বাটি উপুড় হবেই।
।
১০.
হৃদয়ের ঘটি বাটি যতোই আগলে রাখো
চাকে মধু জমলেই মৌচোর আসবেই
হেসে খেলে মধু খাবে ফেলে যাবে মোম।
---------- --------- --------- ---------
৩০/০৮/২০১৯, শুক্রবার, সকালঃ০০ঃ২৭ মিনিট, কাব্যকুঞ্জ।