একটা নাম একটা বিশ্ব এই তাঁর পরিচয়,
ধ্যানে জ্ঞানে যাপনে অভ্যাসে বাস করে কবিতায়।
অসাধারণ নিরহঙ্কারী ক্ষণজন্মা এ পুরুষ
সমমনা সকলের প্রতি ভালোবাসার মানুষ।
আবৃত্তির কারিগর, নতুন পুরান কবিদের
ভালোবেসে কন্ঠে ধারন করেন লেখা অনেকের।
উচ্চারণে ছুঁয়ে যায় অনায়াসে বুকের ভিতর,
সারা ভূবন জোড়া খ্যাতিমান আবৃত্তির উপর।
কবিদের পরিচয় মেলে প্রায়শই আবৃত্তিতে,
মিথ্যে নয় সত্যি, শুনা যায় লেখকের স্বীকৃতিতে।
'বৈকুন্ঠ আবৃত্তি একাডেমী' সৃষ্টি অতুল অনন্য,
মনের আগ্রহে শিখতে চায় যারা তাদের জন্য।
শ্রদ্ধেয় গুরু'র জন্য ভক্তি ও সম্মান অনিঃশেষ,
যাকে পেয়ে ধন্য আমরা, এই মাতৃভূমি স্বদেশ।
-------------- -------------- --------------
১৫/১০/২০১৯, মঙ্গলবার, সকালঃ০৮ঃ০৮ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.