সবেতো হেমন্ত কার্তিকের কুয়াশা ভিজায় চুল,
একলা ছাদহীন চিলেকোঠায়-
সোনা ধোয়া হলুদ এ পূর্ণিমায়,
গভীর রাতে নেমে আসে সিঁদেল চোরের মত শীত।
ছুঁয়ে যায় বিষন্ন কাতর মন, আছড়ে পড়া ঢেউ ভাঙা বুক।
কবে কোন রাতের আঁধারে সবকিছু চুরি করে পালিয়েছে সুখ!
------------- ----------------------------
২৯শে অক্টোবর ২০২০, ১৩ই কার্ত্তিক ১৪২৭, ১১ই রবিউল আউয়াল ১৪৪২, বৃ্হস্পতিবার, রাত: ১০:৪৬ মিনিট, (+৬),
Unauthorized use or reproduction for any reaasin is prohibited.