নিজের ছেলে সন্তানটিকে নিজেই সুশিক্ষা দিন,
মেয়েটিকে কোনদিন পাহারা দিতে হবে না।
সে নিরাপদ নিশ্চিন্তে বিচরণ করতে পারবে,
বাপ ভাই বন্ধুর ঘরের আলো হবে।
চাঁদ হয়ে জ্যোৎস্নার আঁচলে আগলে রাখবে,
হাসিখুশী আর নির্মলতায় ভরে থাকবে পৃথিবী।
------------------------ ০ -----------------------
১৭ আগষ্ট ২০২১, মঙ্গলবার, সকাল:১০:৩১ মিনিট, কাব্যকুঞ্জ।