তাকে আর পাই না খুঁজে ; পাই না হেঁটে যেতে পথে-
মুকুন্দু বাবু'র ঝাঁপখোলা হোমিওপ্যাথিক চেম্বারে।
বীণাপাণি'র মোড়ে বিরহীবেদনার্ত চোখে অপেক্ষায়,
আশেপাশে কোথাও দেখি না মেয়েটিকে, সেই তাকে।
যাকে একদিন, বহুদিন বাসিয়াছি ভালো প্রাণভরে,
আজও নিমজ্জিত যার ভালোবাসার তরলজ্যোৎস্নাধোয়ায়।
কি জানি কেন তার মায়াছায়া পড়ে না এই আঙ্গিনায়!
কেন পাই না তাকে খুঁজে, যেমন পেয়েছি যৌবনদিনে!
কিশোরী নয় সে আজ; কিশোরীর জননীও নয় সেতো,
পূর্ণরমণী এক পরিপূর্ণ বোধ ও স্বত্তায় দেখি তারে নিয়ত।
ব্যস্ততমা, চলার পথে ভুলে যায় পাণকৌড়ীর কাতরতা,
ডাহুক ডাক, চাতকতৃষ্ণা, কারো হাহাকার রাত্রিনিশিথে!
তাকে কেন পাই না খুঁজে আর মনের ঘরে; অন্দরমহলে!
চোখ যার বিছিয়ে রাখে দৃষ্টির গালিচা খোলা বারান্দায়!
--------------------- ---------------------
৪ঠা জুন ২০২০, ২১শে জ্যৈষ্ঠ ১৪২৭, বৃহস্পতিবার, রাতঃ১০ঃ০৪ মিনিট, (+৬),
Unauthorized use or reproduction for any reason is prohibited.