জেগে আছি নক্ষত্রের মতো,
বুকের আকাশে অন্ধকার জমে আছে।
জোনাকীর আলো সেখানে পৌঁছায় না কোনদিন কোনকালে!
পথ খুঁজি পথ নেই পাই না তারে,
কোথাও আছে কি সরু সিঁথির মতো।
অন্ধকারে মিলিয়ে গেছে আকাঙ্খার বেণী দুলিয়ে সবুজচত্বরে।
নদীর বাঁকের মতো জীবন বাঁক নেয়,
সমুদ্র বহুদূরে জেনেও; স্থিরতা নাই।
কোনদিন পাইনি তারে; পাইনি অন্ধকার মাড়িয়ে আলোকধারা।
শীতের সকালের মতো কুয়াশাজালে,
বেঁধে রাখে সে আমারে মোহমায়ায়।
ভুলতে চেয়েও ভুলা হয় না; যায় না ভুলা তারে স্মৃতিভারে জাগ্রত।
শুধু জেগে থাকা দৃষ্টি বিছিয়ে রাখা হলুদ শর্ষেক্ষেতে ফুলে ফুলে,
সে কি তবে রাখেনি মনে নতুন বাসরে ঘুমায় সকল স্মৃতি ভুলে!
------------------ ০ ----------------
২০ আগষ্ট ২০২২, ৫ ভাদ্র ১৪২৯, ২১ মহররম ১৪৪৩, শনিবার, রাত: ১১:৫২, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)