ও মেয়ে ভালোবাসতে জানো?
ভালোবেসেছো কাউকে কোনদিন?
ভালোবাসি কেউ বলেছে তোমাকে স্কুল কিম্বা কলেজে?
হাতের মুঠোয় কেউ গুঁজে দিয়েছে কখনও প্রেমের চিঠি?
না কি ধার নিয়েছিল চালাকি করে,
যে নোট খাতা বা বইটা, ওর পাতার ভাঁজে
গোলাপের শুকনো পাপড়ি আর নক্শী করা চিঠির প্যাডে,
প্রেমপ্রস্তাব লিখে দিয়েছে ফেরৎ দেবার সময়, বুঝতে পারোনি।
একাকী পড়ার টেবিলে, বই বা খাতা খুলতেই
চমকে উঠেছো, বুকটা ধড়ফড় করে উঠেছে ভয়ে, খুশীতে।
সামলে নিয়েছো একপলক দেখে নিয়েই আলতো চুমুতে, কেউ দেখেনি।
তারপর দিনরাত গোপনে লুকিয়ে লুকিয়ে পড়েছো কতোবার কতোদিন।
তবু ভালোবাসা বুঝলে না! বুঝলে না প্রেমপ্রস্তাব? লজ্জা কি স্বীকারে!
এসো আজ বসি ওই ঘাসের সবুজ গালিচায়; মন খুলে সব কথা বলি।
======= =================
০৪ জুলাই ২০১৭, মঙ্গলবার, বিকাল: ০৫:২১ মিনিট
Unauthorized use or reproduction for any reason is prohibited