২৫শে বৈশাখ ১৪২৯ এ কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলী
--------------------------------------------------
করেই বলতে পারি আপনি
বেঁচে থাকলে লজ্জায় কম্বল জড়িয়ে
মুখ লুকাতেন। কবিতা লিখতেন না।
কবিগুরু আপনি সত্যি বেঁচে গেছেন।
বানান বিভ্রাট আর শব্দের বিভ্রাট
দেখে আপনি ঘাবড়ে যেতেন; কাঁদতে
চাইতেন কিন্তু পারতেন না, কারণ
কলম ধরতে ইচ্ছেই হতো না আর।
অধিক শোকে পাথর হয়ে বসে থাকা
ছাড়া কিছুই করার থাকতো না সত্যি,
অবাক বিস্ময়ে দেখতেন; চুরি হয়
কবিতার পাণ্ডুলিপি; অকবি-ই কবি!
আপনি আজও সবার অন্তরে গুরু,
কবিগুরু; আপনাকে সহস্র প্রণাম।
------------ ০ -----------
৭ মে ২০২২, ২৪ বৈশাখ ১৪২৯, ৫ শাওয়াল ১৪৪৩, শনিবার, বিকাল: :০২:১৬, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)