কনিষ্ঠ আঙ্গুল কেটে সাদা ন্যাকড়ায় জড়িয়ে রেখেছি,
একদিন সময় করে গয়া-কাশি যাবো পিন্ডি দিতে।
কতোবার ভেবেছি এই কথা, যাওয়া আর হলোই না!
।
গভীর রাতে ঘুমে কি জাগরণে নিজেরই আত্মা ভয় দেখায়,
শুনেছি অকালমৃত্যুতে অতৃপ্ত আত্মা এমনটা করে।
আত্মা অতৃপ্ত সত্য, কিন্তু এখনওতো বেঁচে আছি; মরিনিতো!
------------------ ------------------ ---
০৩/১০/২০১৮, বুধবার রাতঃ১১ঃ৩৯ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.