সবে সন্ধ্যা,
রাত পোহালে কি হবে সে ভাবনা
আপাতত থাক,
ভবিতব্য
মানা আর না মানাতে কিবা হয়
সবাই মানে না।
দেওয়ালে
পিঠ ঠেকে গেলে বিশ্বাসেরা মরে
মরতেই হয়,
বাকি থাকে
ভাবনার রেশ, কাজেই আসে না
ভেঙ্গে ফেলা ছাড়া।
একবার এসো জোট বাঁধি, আর
ভেঙ্গে গুড়িয়ে দেই সব হতাশা।
---------------------- ০ ---------------
৩১ জানুয়ারি ২০২২, ১৭ মাঘ ১৪২৮, সোমবার, সন্ধ্যা:০৫:২২, কাব্যকুঞ্জ, নারায়নগঞ্জ,
(স্বত্ত সংরক্ষিত)