ন'টা বাজলেই পর্দা পড়ে যায় ওপাড়ায়,
থাকতে পারি না হেঁটেই যাই চাংখার পুল।
'মৌমিতা' 'ঠিকানা' পেলে খুব ঠাসাঠাসি সয়ে,
রাত দশটায় কখনো তারও পরে ফিরি।
বাসিভাত মুড়িঘন্ট 'রোজী'ও জানে সেসব,
প্রাত্যহিক রোজনামচা কতো বদলে গেছে!
-------------- -------------- --------------
১৮/০২/২০২০, মঙ্গলবার, সকালঃ ১০ঃ১৪ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.