উষ্ণ চুম্বনে ঠোঁটের পারদ একসময় উপরে উঠতে উঠতে
বাষ্পীভূত হয়ে উড়ে যায় চিন্তা-চেতনার চোরাগলি বেয়ে।
১০৪ জ্বরের চিহ্ন ছিল ঠোঁটের কোনায় খেয়াল করোনি,
দু'হাতে আচল সরালে ঝুরঝুর ঝরে পড়ে স্বপ্নের পাপড়ি।
।
রাত আরো গভীর হলে বিষাক্ত দংশন শীৎকারে কাঁপায়,
অবৈধ বিষভান্ড উপুড় করে দিয়ে যাও কলঙ্কের লেপন স্বপ্নজুড়ে।
------------------ ------------------ --
৩০/০৯/২০১৮, রবিবার, রাতঃ০৯ঃ০০ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.