এমন ঝুম বৃষ্টি তবু নিঃশ্বাসে যেন মন পোড়া গন্ধ,
তুষের আগুনে বিরহী বুকের মধ্যে পুষে দ্বিধাদ্বন্দ্ব!
ঝুপঝাপ বর্ষায় পুড়ে যায় আলপনা, নিকান উঠোন
ঝিঙ্গে ফুলের কলিতে পাখনা মেলে প্রজাপতি মন।
অঙ্গের রুশুণাই; ফাল্গুন যৌবন মহুয়া শব্দসাহচর্যে,
ইচ্ছের বর্ণমালা হাসে পূর্ণিমা চাঁদের কুমারী মাধুর্যে।
---------------- -----------------------
২৪শে অক্টোবর ২০২০, ৮ই কার্ত্তিক ১৪২৭, ৬ই রবিউল আউয়াল ১৪৪২, শনিবার, দুপুরঃ০১ঃ৫১ মিনিট, (+৬),
Unauthorized use or reproduction for any reaasin is prohibited.