কচি শসা চিবোতে অরুচি হয় না কারো,
বরং সোৎসাহে চিবোতে চিবোতে বলে, বাহ!
মন্দ লাগছে নাতো! কি কচি! কি কচি!
।
কচ্ কচ্ শব্দগুলো কোনো তৃপ্তি বিষয়ক নয়
ওগুলোই প্রতিবাদের ধ্বনি। নিঃশেষ হতে হতে
ওরাও বলে যায়, এমনটি ছিলো না প্রত্যাশা!
------------------ ----------------
২০/১০/২০১৮, শনিবার সকালঃ০৯ঃ১৩ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.