ঘোর কাটে না, কাটে না ঘোর ওরে
ঘোরের মধ্যে ঘরে,
চোর ঢুকে যায় হঠাৎ চুপ্টি করে।
ঘর কোথা গো, ঘরতো নাই নিজের,
মনের বেড়া ভেঙ্গে,
কে আসে যায়, ভয় হয় না চোরের!
চোর বা বলি কেন, চোর নয়তো সে
যে হৃদয় চুরি করে,
তাকে কি চোর বলে, ভালোবেসে আসে।
দুপুর রাতে গোপনে সে আসে প্রতিরাতে,
ছায়ার মতো ঘুরে পাশে,
মায়ায় যেন বেধে রাখে শক্ত করে পাঁজরে।
চোর নয়তো চোর নয় সে হৃদয় চুরি করে,
আলতা পায়ে ঘুরে ফিরে বুকের উঠোনে।
------------------ ০ ----------------
২৬ সেপ্টেম্বর ২০২২, ১১ আশ্বিন ১৪২৯, ২৯ সফর ১৪৪৩, সোমবার, সকাল: ০২:২৩, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)