আশা-নিরাশার দোলাচলে দুলতে দুলতে-
জীবনের তরী এসে থামল মাঝ দরিয়ার কালো জলের উপর।
ক্ষুধার্ত হাঙ্গর-কুমীর-তিমি কোনটারই অভাব নাই এই অঞ্চলে।
একটু দূরেই সাদা-কালো জলের বিভাজন,
পৃথক ভূবনের ঈঙ্গিত বুকে বয়ে চলছে জমজ পকেটে।
আশা, অনেক আশা বুকে নিয়ে বড় হয়েছে
কিন্তু আজ নিরাশার কাদা-পাকে হাবুডুবু খেয়ে
বড় নিঃসঙ্গতায় সময় কাটাচ্ছে একান্ত একাকী ভূবনে। উত্তরের কালো মেঘ উত্তরে মিলিয়েছে,
দক্ষিণের ঝড়ো মেঘ দক্ষিণে।
কিছুই করার থাকে না কচিসম্পর্কে ঘুণ ধরলে।
তখন মন খুঁজে ফিরে এক
ভালোবাসাহীন, বর্ণ-গন্ধ, শোক-তাপ, জ্বালা-যন্ত্রনাহীন জীবন।
জীবনে প্রকট সত্য হয়ে দাঁড়ায় 'আঙ্গুর ফল টক।'
বাবার বুকের রাজকন্যা, স্বামীর বুকে রাজরাণী, সন্তানের মাথার মুকুট মহারাণী, - এটাই স্বাভাবিক
কিন্তু এইসব রাণী স্বপ্নবিলাসিনীরা হয়ত জানে না,
সব প্রধানরাই ব্যক্তিগত জীবন হারিয়ে
একসময় সামগ্রিক হুয়ে যান।
ব্যক্তিগত বলতে তাদের আর তেমন কিছুই থাকে না।
প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান, প্রধান সেনাপতি সবাই প্রধান, আর সবাই-ই আমজনতার হাতের কাদামাটির পুতুল। সুতোয় টান পড়লে নাচা-কুদা ছাড়া আর গত্যান্তর থাকে না।
আশা স্বপ্নের পাহাড়ে হেলান দিয়ে,
রূপালী জ্যোৎস্নায় স্নান সেরে পুজার ডালিতে সাজিয়েছিল যে বাসনার ফুল।
নিমিষে হাত ফসকে ধুলোয় লুটাল।
ভুল ভাঙ্গলেও করার আর কিছু থাকে না ততক্ষণে। পোষা ষাঁড় চেটেপুটে খেয়ে যায় সব ঘাস-লতা-পাতা।
কোলবালিশ কথা বলতে পারে না,
তবু তারই সয়ে যেতে হয় সব চাপ।
যেভাবে যে জড়ায় তার সাথে সেভাবেই বিছানায় গড়ায়।
অধিক প্রশান্তি প্রত্যাশায় সৌখিন কেউ কেউ আবার তাকে
দিনের বেলায় কড়া রোদে রুটির মত এপিঠ ওপিঠ শুকিয়ে গরম করে নেয়।
আশা মুখ বুঁজে তার নিজের ব্যর্থজীবনকে,
উল্টেপাল্টে ভেজে নিচ্ছে পরম বাস্তবতার তাওয়ায়। একদিন হয়তো সে সুখী হবে, হয়তো হবে না,
কেউ সঠিক সত্য জানে না।
সে নিজেও জানে না কি অপেক্ষা করছে তার আগামী সময়গুলোতে।
আগামী জীবনে যা কিছুই ঘটুক না কেন,
প্রথম জীবনের স্পর্শ কেউ কোনদিন ভুলতে পারে না। মুছতে পারে না একান্ত ঘনিষ্ঠতার লেগে থাকা দাগগুলো মনের সাদা পাতা থেকে।
আশাও পারবে না, তা সে নিজেও জানে খুব ভালো করে।
মনের এক কোনে থেকে যাবে জীবনের প্রথম প্রেমের নিভু নিভু প্রদীপ সলিতা,
পোড়াবে জন্মজন্মান্তর নিরবে নিভৃতে একাকী নির্জনে।
--------------------- ---------------------
০৩রা জুন ২০২০, ২০শে জ্যৈষ্ঠ ১৪২৭, বুধবার, দুপুরঃ ০১ঃ৫৩ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.