হাফপ্যান্ট ছাপার ফ্রক পরা গ্রামের সেই পুতুল পুতুল মেয়েটি,
নেচে নেচে বই হাতে স্কুলে ছুটে যেত
হাসত খেলত ঘুর ঘুর ঘুরে বেড়াত
কলমের কালি ছিটিয়ে দাদু'র শার্ট-প্যান্ট মেখে দিয়ে লজ্জা পেত।
কী আনন্দ তার চাঁদ-তারা চোখে মুখে সেই ক্লাশ থ্রি'র বয়সে!
দড়িলাফ, উদ্ধুগোটা, ছিবুড়ী খেলতে খেলতে
কখন যে দরোজা বন্ধ করে চিঠি পড়তে শিখল
কেউ বুঝতেই পারল না; ক্লাশ ফোর না পেরুতেই প্রেমে পড়ে গেল।
ছাঁই চাপা আগুন বুকে চেপে রেখে গুটি গুটি পায়ে পথ চলা,
নিজেকে আর প্রকাশ করার সুযোগ হলো না
গুমরে গুমরে কাঁদত রাত দুপুরে; বিরহী অন্তরে
পুষে রাখত স্মৃতির কাকাতুয়া; তারপর প্রচন্ড ঝড়ে ভেঙ্গে যায় বুকের পাঁজর।
উঁকি দেয় স্মৃতির রোদ্দুর উজানী স্রোতে চাঁদের খেয়ায় পাড়ি দেয় নতুন যাত্রায়,
বহুদূর যেতে চায় প্রথম প্রেমের হাত ধরে ভালোবাসা বুকে নিয়ে পরম মমতায়।
-------------- -------------- --------------
১০/০২/২০২০, সোমবার, দুপুরঃ১২ঃ৪৪ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.