সেদিনওতো আঙ্গুলের ফাঁকে গুঁজে দিয়ে সরু আঙ্গুল বাহুতে জড়িয়ে
বলেছিলে, আর একটু,- ওই দেখোনা কি সুন্দর কাশবন চলোনা, চলো!
ফণা তুলে বিষধর সাপ থাকে ওখানে জেনেও কিভাবে সাহস দেখালে,
এখনো ভাবি বসে বসে, যখন মনে পড়ে। ভালোবাসায় ভয়-ডর এসব
থাকতে নেই,- লোকমুখে শুনেছি বহুবার। সেদিন দেখলাম বাস্তবতা।
আকাশের চাঁদ মুঠিতে নিয়ে প্রিয়ার খোঁপায় জড়িয়ে দেবার মতো কোন
মিথ্যে প্রতিজ্ঞা কোনোদিন করিনি, না তারার ফুলে মালা গেঁথে দেওয়ার।
প্রেমের নামে এমন ভণ্ডামি যে পারে পারুক, ওসব একেবারেই হয় না ।
পারি না জবার রং ধার করে ঠোঁটে মেখে দিতে, যেখানে চুম্বণই যথেষ্ট।
আবেগ দিয়ে জীবনে কিছুই হয় না। সে কথা বুঝে গেছি চলতে ফিরতে।
বরং আফিম হজম করতে পারলে মশা আর কামড়াতে পারে না শুনেছি।
রাগ, অহঙ্কার, ইর্ষা হজম করতে পারলে কিছু প্রশান্তি পাওয়া যায় বুঝেছি।
রংধনুর রং দিয়ে যারা প্রিয়ার জীবন রাঙ্গাতে চায়, কেউ পেরেছে কিনা তা
জানি না, তবে কৃষ্ণের মন ভুলাতে রাধা বানিয়ার দোকানের রং মেখেছিল।
-------------------- ০ ------------------
০৫ নভেম্বর ২০২১, ২০ কার্তিক ১৪২৮, শুক্রবার, রাত:১০:৪৬, কাব্যকুঞ্জ
{স্বত্ব সংরক্ষিত)