বন পিয়ালী এলি কি না এলি,
কে রাখে খোঁজ কিবা এসে যায়
ফুটিলে ফুল ভ্রমর না এলে হায়
অভিমানে শুকায় ঝরে ধুলায়।
ও চাঁদ জোৎস্না দিলে কি দিলে না,
অন্ধের কি এসে যায় সে ভাবনায়
আলো অন্ধকার সবই সমান তায়
কখন ওঠো, ডুবো কার সীমানায়।
ও কোকিল ডাকলে কি ডাকলে না,
তাতে কিবা ক্ষতি বসন্ত বয়েই যায়
ফুল ফুটবে কিনা থাকি না ভাবনায়
বুকের মধ্যে ফাগুন স্পর্শ জাগায়।
-------- ০ ---------
৮ নভেম্বর ২০২১,২৩ কার্তিক ১৪২৮, সোমবার, বিকাল:০৪:২৭, কাব্যকুঞ্জ
(স্বত্ব সংরক্ষিত)