অবাধ্য ইচ্ছেগুলো বড্ড বেশি হাসফাস করছে।
এখনো অনেক বাকি রাত, স্বপ্নেরা লুটোপুটি খায় বিছানায়,
ক্রমাগত অনিদ্রায় পোড়া চোখে যন্ত্রনা হচ্ছে।
দূর্বলতা সেরে উঠলে কথা হবেই, ভালোবাসা-
কামিনী, বেলীর সবুজ কুড়ির মত উঁকি দেবে হৃদয়ের জানালায়,
মিষ্টি সুবাস ছড়াবে দেখ মুখরিত হবে দশদিক!
--------------------- ---------
২১/০৪/২০২০, ০৮/০১/১৪২৭, মঙ্গলবার, সকালঃ০৯ঃ১৪ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.