তার কাছে দায় অনেক,
একদিন শিল্পকলার গেটে, চায়ের দোকানের বেঞ্চিতে,
একদিন বিশ্ব সাহিত্য কেন্দ্রের ছাদে কুঁড়িদের হাসিতে ,
সতর্কতায় পাশে এসে বসেছে।

পাবলিক লাইব্রেরী, যাদুঘর, চারুকলা, সাহিত্য বিকাশ,
সবখানে ছড়িয়ে আছে স্মৃতি, বুকের উঠোনে উপস্থিতি।
টি এস সি'র বারান্দায় প্রিয় আড্ডায়, চায়ের কাপ হাতে
চুমুকে চুমুকে ঈঙ্গিতপূর্ণ চোরা চাহনিতে দুষ্টু দুষ্টু ঈশারা।

ভাবনার অলিগলি জুড়ে,
এখনো সে ঘুরে ঘুরে ঈশারা করে চাঁদ-তারার হাসিতে,
চলে গেলো, ফেলে গেলো খোঁপার বেলী, ক্লিপ, কাঁটা।
লাল-নীল চুড়ি আজও বিছানার পাশে বালিশে সুঘ্রাণ,
অবাধ যাতায়াত ছিল।

আজও বৃষ্টির টুপটাপ শব্ধে মনে হয় চুপিচুপি ওই বুঝি এলো,
তড়িঘড়ি চলে যাবে চাতকী তৃষিত ঠোঁটে ঢেলে দু'ফোটা সঞ্জিবনী।
--------------------------------
১১ই জুলাই ২০২০, ২৭শে আষাঢ় ১৪২৭, শনিবার, সকালঃ০৯ঃ২৭ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.