ভালোবাসা এক অনন্ত পথ আঁকা-বাঁকা অলি-গলি আলো অন্ধকারে ঘেরা,
জীবন থেকে মৃত্যু, মৃত্যুর পরেও তার নেই কোন লক্ষণরেখা,
প্রেম রমণীর চুলে মতো রেশমী তুলতুলে মিষ্টিঘ্রাণে মাদকতা।
সামান্য ফুরফুরে হাওয়ায় বড় বেয়াড়া মানে না নিয়ম কোন শাসন বারন।
যেদিন প্রথম ছুঁয়েছি নতুন কুঁড়ি ও কুসুমকলি ফোটা কি আধফোটা ফুটিফুটি-
অদ্ভুত শিহরণে মৌণসম্মতি ছিল মুখে ছিল মায়াবী মুচকিহাসি,
কেঁপে কেঁপে উঠেছিল মনের পাপড়ি চিবুকে লজ্জার লাল ছোপ।
সেদিন বসন্ত ছিল না, তবু ফুটেছিল ফুল খুলেছিল পাপড়ি হেসেছিল ভূবন।
আলিঙ্গণে সমর্পিতা অপরিণিতা কিশোরী; ছিল বাহুডোরে প্রণয়াদর প্রকাশ-
নতমুখ লাজুক লাজুক নিবিড় স্পর্শের শীতল প্রলেপ পোড়া বুকে,
প্রেম এমনই; নিষিদ্ধ জেনেও কামনাপূর্ণ বাসনায় বিলাসী স্বপ্নপূর্ণ!
প্রাপ্তির দূর্বার ইচ্ছেরা ওড়ে ফড়িং ডানায় জোনাক জ্বলায় প্রজাপতিগুঞ্জনে।
অনন্ত যাত্রায় তার মিলে না মোহনা ফুরায় না বাসনা পথ ও পথের ঠিকানা,
এক জীবনে যায় না পাওয়া রয়ে যায় চাওয়া জন্মান্তরে বিচিত্র ভবসংসারে।
-------------------- ০ ----------------
৩০ সেপ্টেম্বর ২০২১, ১৫ আশ্বিন ১৪২৮, বৃহস্পতিবার, রাত: ০৮:০২, কাব্যকুঞ্জ
(স্বত্ত্ব সংরক্ষিত)