ঘুঁটঘুঁটে অন্ধকার চড়ুইচঞ্চুতে খুঁটে খুঁটে যত্ন করে
পকেটে রেখেছি কতোকাল!
দেখেনি তা কাঁচপোকাদের দল, ঝিঁঝিঁ পোকারা-
বুকের উপর দিয়ে হেঁটে গেছে।
পায়ের আঙ্গুলে রক্তের ছাপ লেগে গেছে তাদের
তবু হরিণী চোখ পড়েনি সেদিকে;
মাথার ভিতরে ঘুনপোকা মগজ চেটেছে সোৎসাহে
বাঁশপাতা জিহ্বায় পাইনি স্বাদ কোনো।
তাবৎ প্রেমের শুটকি বগলদাবা করে ঘুরেছি শহরে
গন্ধ লাগেনি কারো বাঁশির মতো নাকে;
এইসব পোকারা প্রেম খুঁজে খুঁজে চলে যায় রেঁস্তরায়
চামচের ঠুনঠান শোনে, কান্না শোনে না।
সকল স্বত্ত্বা নিয়ে বসে থেকেছি ডিমকুসুম থেকে কমলালাল অবধি,
মোড়কবাঁধা ফর্সাস্তনে ঠোঁট ছুঁইয়ে দিলে ওরা ডিগবাজি খায় উল্লাসে!
------------------ ০ ----------------
১৮ আগষ্ট ২০২২, ৪ ভাদ্র ১৪২৯, ১৯ মহররম ১৪৪৩, বৃহস্পতিবার, সকাল: ০০:৫৮, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)