নতুন অতিথী স্বাগতম পৃথিবীতে,
ছোট্ট সোনামণি যেন ফুলের পাপড়ি;
চাঁদের মতন মুখখানা দেখে শান্তি
পেলাম মনে; খুশীতে আনন্দ উল্লাস।
জীবনের তাগিদেই বেঁচে থেকো নানু,
সুস্থ-সবল, মেধা-মননে চিরসুখী
হও। বড় হও মানবিক জ্ঞানে-গুণে;
আজ কেঁদেছো, কাল হাসবে; হাসাবেও।
মায়ের কোল শান্তিধাম সুখের নীড়,
নিশ্চিন্তে শোভা পায় শিশু মায়ের বুকে।
খেলার সাথী নানু ও নানা বড় খুশী,
তুমি এলে যক্ষের ধন; চোখের মণি।
বারুদগন্ধ পৃথিবীতে পুস্পসুঘ্রাণ
ছড়াও বড় হয়ে; এইটুকু প্রার্থনা ।
=========== 0 =======
১৫ এপ্রিল ২০২২. ২রা বৈশাখ ১৪২৯, ১৩ রমাদান ১৪৪৩, শুক্রবার, সকাল:১০:৫৫, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)