এদেশ কি তাহলে শুধু জোরের দখলে
বাহুশক্তিই যদি হয় স্বাধীনতা
থুতু সেই মেকি স্বাধীনতায়
আমরা বাঁচতে চাই বাঁচার মত করে।
গণতন্ত্রের নামে যারা চর্চা করে স্বার্থতন্ত্র
যুদ্ধাপরাধীদের সাথে ফাঁসি চাই
সেইসব ঘরের শত্রু বিভীষণদের
নিষ্কলুষ পৃথিবী চাই, চাই বিশুদ্ধ বাতাস।
হরিদাসীদের পোড়া কপাল জোড়া দিতে
সার্বিক স্বাধীনতার বিকল্প নাই
সত্যিকার স্বাধীনতা সবাই চাই
বিভেদ বৈষম্য ভুলে গড়তে চাই শুদ্ধসমাজ।
ব্যক্তিত্বের বিকাশে চাই শুদ্ধ মানবিক শিক্ষা
ঈশ্বর নয়; চাই নিজেকে চিনতে সঠিক দীক্ষা।
=========== =============
১৫ জানুয়ারী ২০১৭, রবিবার, সকাল: ০৮:১৪ মিনিট (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited