ছেড়া কাগজে সেল নম্বর, দু’একটা কথা
ওখানে থেকো সেই গাছটার নিচে, আমি আসছি ঠিক সাতটায়।
বাদামের খোসা, ঝালমুড়ি’র ঠোঙা
পড়ে আছে বেশুমার, কুকুর শুকছে, কাকেরা ঠোটে উল্টাচ্ছে।
লিপিষ্টিক মাখা ন্যাপকিন; ডিসপো্জ্যাবল
প্লাষ্টিকের চায়ের কাপে অপ্সরী ঠোঁটের ছাপ পড়ে আছে নিচে
কারো পায়ের তলায়, কারো পেচ্ছাবে,
সন্ধ্যার শোরগোল থেমে গেছে সেই কখন; এখন রাত দেড়টা।
ওখানে পড়ে আছে পঞ্চাশ টাকার নোট
হয়তো কারো উদাসী হাত গলে ফাঁকি দিয়ে সরে গেছে গোপনে,
প্রীতির বন্ধন পড়ে আছে স্যান্ডেল জুতোর
ছাপে; ওরা এখানেই বসেছিল। এখন বিছানায় ওম নিচ্ছে পরস্পর।
পৌষের ঠান্ডা বাতাস হু হু কয়ে বয়ে যাচ্ছে পথশিশুর বুকে কাঁপিয়ে,
পাঁচতারায় বুক অার কোমরের ঝাঁকিতে উড়ছে অবৈধ আয়ের টাকা।
============= ================
০৭ জানুয়ারী ২০১৭, রবিবার, সকাল: ০৮:০১ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited