এবং তেল মালিশ বা মাখামাখি যেটা যেভাবেই বল না কেন
ও অপছন্দের তালিকায় শীর্ষে। তারপরও আজ ঘুম ভাঙ্গলে
বিনীতভাবে ভোরের কাছে হাত পেতেছি একটু আলোর জন্য।
মনটা কালো মেঘে ঢেকে ছিল; অশ্রুতে তরল গরল ঝরছিল।
পুড়ছিল বুকটা দাউ দাউ করে হুহু বিরহ বাতাস ভীষনরকম
ছড়িয়ে দিচ্ছিল দাহ্য যন্ত্রনাফুলকি প্রতিটি শিরায় শিরায় ক্রমশঃ,
পুড়ছিলাম নিজে স্বপ্নের ফানুস উড়িয়ে নীল আসমান স্বপ্নরাজ্যে,
তানিয়া’র আবেগী স্পর্শেও প্রশমিত হয়নি; ডুবেছে মা্স্তুল তবুও।
এ কেমন জীবন্মৃত বসবাস দৃষ্টি ও দহনের সাথে সুনিবিড়তায়,
দুর্ভাগ্য ক্ষমা বুঝে না, আশীর্বাদ মূলত উপহাসেরই নামান্তর মাত্র।
প্রার্থনা, পুজা-পার্বন অনুশোচনায় একটু শান্তনা বয়ে আনে ঠিক
কিন্তু ভাগ্যকে বদলাতে অক্ষম; স্রষ্টার বাণী চিরসত্য, চিরন্তন!
কিছু মাথামোটা অমানুষ চাপাতির রক্তে শুকে ধর্মের গন্ধ! হত্যায়
খুঁজে বাহুবল প্রদর্শন, ওরা তেল চায় অধর্মের দূর্বল যুক্তি ও তর্কে।
================== ===============
০৩ জানুয়ারী ২০১৭, মঙ্গলবার, সকাল: ০৭:৫৯ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited