মুসাফির এ তোমার নতুন পথ চলা,
এখানে সমতল ভূমি নেই, কাদাজল মাখামাখি
দুঃখপাহাড়, কষ্টগহ্বর, উঁচুনিচু খানা-ডোবা
নিয়ত হতাশা, প্রতারণা আর শোষনের যন্ত্রনা।
ভালোবাসা করো না আশা মুসাফির,
মানুষ এখন ভালোবাসা বুঝে না, ঝাড়বাতি
লালপানি, দুধেআলতা রমনী শরীর, স্বার্থান্বেষী
চোখে খুঁজে ভোগবিলাসের আধুনিক সব সামগ্রী।
কাউকে বলো না কিছু ভুল যদি করে,
নিরা’র শ্লিলতা নিয়ে হোক না নাড়াচাড়া তবুও
কিছু বলো না, ঠুসঠাস পড়ে যাবে। কে চায় ‘গরু
মেরে জুতা দান’! আনমনে হেঁটে যাও তালে তালে।
মুসাফির! মনে রেখ তুমি যে একা, সঙ্গীসাথী জগতে শুধুই মায়া,
স্বার্থে টান পড়লে কোনদিন আর তুমি দেখবে না তাদের ছায়া।
================= ===============
২১ ডিসেম্বর ২০১৬, বুধবার, সকাল: ০ঃ৭৫৩ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited