(যার সঙ্গে দেখা না হলে অনেক কিছু শিখতে পারতাম না)
সময়ের দৈন্যতা থাকলেও কার্পণ্য করিনি এতটুকু,
এমন মায়াবতী মনের মানুষ নজরে পড়ে না আজকাল তেমন!
বেদনার মেঘলা আকাশ ঢাকে হাসির রংধনুতে,
বুকের বালুচরে স্বপ্নচাতক নখের আচড়ে রাখে রক্তবর্ণ স্মৃতি।
অনন্ত আকাশ চোখ, অতল সমুদ্র হৃদয়খানি,
পালকঝরা পরাণে দূরন্ত ঈগলথাবা ছিঁড়ে নেয় বাসনার কুঁড়ি।
তবু মুখ তার্ তারাখচিত প্রত্যয়ে প্রত্যাশী,
সফলতা নয় খুব দূরে; আসতেই হবে প্রচেষ্টার সিঁড়ি বেয়ে বেয়ে।
রমণী এমনই হোক বাংলার প্রতিটি ঘরে,
যার মুখ দেখে পোড়া বুক শীতল হয়, স্বান্তনা পায় হতাশ প্রাণ!
সালাম জানাই তারে; অভিবাদন শতবার
মানুষের জন্য বুকভরা ভালোবাসা নিয়ে উদার চিত্তাধিকারিনী।
প্রশংসায় ছোট করা নয়; এমন মহানুভব প্রাণকে সম্মান জানাই
যে হাত ছুঁয়ে দিলে মনে হয় ছুঁয়েছি পরশপাথর দেখেছি মানবতা।
============= ================
১৮ ডিসেম্বর ২০১৬, রবিবার, রাত: ০৮ঃ৩৭ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited