মায়ের কোল মাটির ঊঠোন
হামাগুড়ি, এক পা দুই পা, হাঁটি হাঁটি পা পা
আধো আধো বোল মুখে
এইতো নিয়ম জানি সৃষ্টি থেকে চলছে আজও।
আধুনিকতার দোহাই পেড়ে তাহলে কি বুঝাও!
চুরি-ডাকাতি, খুন-খারাপি,
শ্লীলতাহানি, নিষ্পেষণ, নির্যাতন, প্রতারণা
পশ্চিমা বাতাসে উড়িয়ে বসন নগ্ন অনুকরন!
এই যদি হয় মহানুভবতা
তীক্ষ্ণ ঠোঁটে শকুনেরা ঠুকরে খাবে গর্ব-তিলক।
প্রাণহীন দেহ পড়ে থাকবে ভাগাড়ে,
শোষিত সমাজ শোষকের থাবায় হারাবে অধিকার
গণতন্ত্র, সমাজতন্ত্র সব মন্ত্রই পতিত হবে নর্দমায়,
জন্ম নিয়ন্ত্রিত হলেও মৃত্যুর কাছে পরাজিত সকল দম্ভ।
============ ============
১০ ডিসেম্বর ২০১৬, শনিবার, রাত: ০৮:৪৪ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited