বাসি ভাতগুলো গিলতে গিয়ে গলায় আটকে গেল
অনেক সত্য এমন আটকে যায় অবলীলায় বলা হয় না কোনদিন,
একটু পানির জন্য হাহাকার করেও আত্মীয়স্বজন
কারো তেমন সাড়া পাওয়া যায় না; অথচ মৃত্যুর পর সবাই কাঁদে।
কেরোসিন কাঠে নাকি কোনদিন ঘুন ধরে না
টেবিলের নিচে গুড়ি গুড়ি দানা দানা কিছু পড়ে থাকতে দেখে খুব
সন্দেহ দানা বাধে মনে; এসব কথা বোধ করি
এখন আর চলে না। নীতিবানও নীতির তোয়াক্কা করে না আজকাল।
পছন্দ অপছন্দ সে যার যার ব্যক্তিগত ব্যাপার
ক্যামেরাম্যান ক্যামেরার পিছনে থেকেই সবকিছু পরিস্কার দেখতে পায়,
তাকে আর সামনে যেতে হয় না।এক চোখেই
ভিতর বাহির সব দেখে নেয়; সামনের মানুষগুলো শুধু হাসে জোর করে।
অহঙ্কার অলঙ্কার নয়; মনুষ্যপ্রজাতির বিরল রূপবতী স্ত্রীসুলভ বৈশিষ্ট মাত্র,
ওতে শুধু বাসি ভাত গলায় বাধার মতো বুকে খোঁচা দেয়, যন্ত্রনায় কাঁদায়।
============== =================
০৯ ডিসেম্বর ২০১৬, শুক্রবার, সন্ধ্যা: ০৭:৩৯ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited