০১.
কালো মেঘ গলে গেলে
শুকনো জমিন ভিজে যায়,
প্রেম পরিণত হলে পরে
পরিণয়ের দিকে ধায়।
============ ===
৩০ নভেম্বর ২০১৬, বুধবার, রাত: ১০:৩০ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited

০২.
যার যেমন অভিরুচি
বুঝা যায় আচরনে,
জাত বংশ যায় বুঝা
হাল চাল বচনে।
============ ===
৩০ নভেম্বর ২০১৬, বুধবার, রাত: ১০:৩৪ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited

০৩.
ছাতিম তলায় একলা পথিক
সুযোগ পেলে এসো,
মান অভিমান ভুলতে পারলে
ইচ্ছে হলে ভালবেসো।
============ ===
৩০ নভেম্বর ২০১৬, বুধবার, রাত: ১০:৪০ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited

০৪.
আজ না হয় একটা ক্লাশ
ফাঁকি দিয়ে আয় সিনেমায়,
পুষিয়ে দেবো ভয় পাস নে
জড়িয়ে বুকে সোহাগনামায়।
============ ===
৩০ নভেম্বর ২০১৬, বুধবার, রাত: ১০:৪৫ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited

০৫.
হরিবোল আর আল্লাহ বিল্লাহ
সবাই বলে সব সমান,
জাতের বেলায় বিভেদ কেন
কে হিন্দু কে মুসলমান!
============ ===
৩০ নভেম্বর ২০১৬, বুধবার, রাত: ১০:৫০ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited

০৬.
দুষ্টু মেয়ে মিষ্টি করে
কত কথা গেল বলে,
মনে হলে বুকটা ভাসে
দারুন ব্যথার অশ্রুজলে।
============ ===
৩০ নভেম্বর ২০১৬, বুধবার, রাত: ১০:৫৫ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited

০৭.
দুই চোখ ঘুমে ঢুলু ঢুলু
নিঝুম রাত গভীর হলো,
সুরার গ্লাশ শূণ্য পড়ে
চাঁদটাও দেখি পালিয়ে গেল।
============ ===
৩০ নভেম্বর ২০১৬, বুধবার, রাত: ১১:০১ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited

০৮.
ছলাকলায় যা কিছু বলো
যা কিছু করো স্বার্থলাভে,
ভেব না বুঝি না প্রতারণা
তুমিও ধূর্ত সমানভাবে।
============ ===
০১ ডিসেম্বর ২০১৬, বৃহস্পতিবার, সকাল: ০৫:১০ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited

০৯.
ভালবাসার দোহাই পেড়ে
স্তনবৃন্তে ঠোঁট ছোঁয়াও,
কুমারী স্তনে স্বেদসাদ ছাড়া
বলতো আর কিবা পাও!
============ ===
০১ ডিসেম্বর ২০১৬, বৃহস্পতিবার, সকাল: ০৫:১৩ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited

১০.
শরীর ছাড়া প্রেম মিথ্যে
সত্যি বলে মেনে নিলাম,
মনের সাথে শরীর বাধা
তোমার কাছে খুলে দিলাম।
============ ===
০১ ডিসেম্বর ২০১৬, বৃহস্পতিবার, সকাল: ০৫:১৮ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited