দিঘার কান্দা কতদূর! একবার যেতে চাই
সদর ময়মনসিংহ-
তোমাকে দেখতে; হ্যাঁ, শুধু তোমাকে দেখতে
আলী সাহেবের বাড়ী।
পুকুর পাড়ে দাঁড়িয়ে তোমার স্নান দেখবো
তুমিইতো বলেছিলে,
যদি কোনদিন দেশে আসো একবার এসে
আমাকে মিলিয়ে নিও।
আসবো, শুধু একবার তোমাকেই দেখতে
খুব শীঘ্রই আসবো
দেখো যেন চিনতে না পেরে বিদায় কর না
মনের টানে আসছি।
নীরা, তোমার কথাগুলো সত্যি আজ কানে বাজে,
তোমার জন্যই আসবো ছুটে একটি নজর দেখতে।
======== =======
২৬ নভেম্বর ২০১৬, শনিবার, রাত: ১০:২৮ মিনিট (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited