মনের বাগান শূণ্য ছিল ফোটেনি তায় ফুল,
পলক ফেলে সেদিন যেন ভাঙ্গল সেই ভুল।
নইতো একা অনেক আছে সুজন সঙ্গীসাথী,
ডালে দোলে কুসুমকলি জোনাক জ্বালায় বাতি।
সাদা হরিণ দৌড়ে এসে নাচল কত খুশীতে,
বাধল হৃদয় হাসিমুখে শক্ত সোহাগ রশিতে।
কেমন করে ভুলি বলো চঞ্চলা সেই দু’টি আঁখি
তাইতো তারে বুকের মাঝে খুব যতনে রাখি।
সাধারনের মাঝেও সে কেমন যেন অসাধারন,
দুঃখ আছে কষ্ট আছে তবুও তার সুখের জীবন।
পড়ালেখার পাশাপাশি করছে কিছু আয়ের কাজ,
সবমিলেয়ে হাসিখুশী মুক্তমনা খুব সাধারন সাজ।
খুব সকালে উঠে এখন বসে থাকি প্রতিদিন,
কখন আসে বুকের বনে চঞ্চলা সাদা হরিণ।
=============== =========
২২ নভেম্বর ২০১৬, মঙ্গলবার, সকাল: ১০:২৬ মিনিট (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited