ভিটে মাটি যা ছিল
জুয়ার প্লাবনে ভেসেছে
রিক্সার প্যাডেলে পা এখন
রাণী’র কোলে রাত।
বোতল চলে মাধে মধ্যে
ব্রান্ডেড না হলেও
সস্তা চোলাইয়ে গলা ভিজায়
সাতকুল হারান ৭১’র নাবালক।
রাণী’টা আজও ভুলতে পারেনি
নিজের খাবার ভাগ করে খায়
বুকে টেনে আদর করে
ওর ও তো সাতকুলে কেউ নেই।
এসব নজরে আসে না সবার
চিরকাল থেকে যায় ব্যবধান।
========= ========
১৯ নভেম্বর ২০১৬, শনিবার, সকাল: ০৮:৪৫ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited