ভুলতে হবে জেনেও আঁকড়ে থাকার অপচেষ্টা করতে চাই না,
ভুল’কে ভুল বলা; তার থেকে দূরে থাকা এটাই আজন্ম ব্রত।
কার ভাল লাগল না লাগল ও কোন বিষয় নয় ভুল ভুলই বটে,
নৈতিকতা না হয় বাদ; মানবিকতা’কে বাদ দেওয়া যায় না।
পাঁচমিশালী যশে নিজস্বতা কতটুকু ওটা হিসেবের বিষয় সত্যি,
স্বত্তা চালান করে দালানকোঠা খুব কি মূল্যবান মনে হয় কারো?
হতে পারে, হোক না! সে তার রুচিবোধের পরিচয়; ব্যক্তিত্ববিকাশ,
অামাবস্যার বুক ফেড়ে চাঁদই তো হাসে, গাড়ীর চাকায় ভাগ্যচক্র।
এমন প্রকাশে চিন্তার অবকাশ থাকেই সর্বদা! কিসে কি হয় ভাবি,
আজকাল কলম ধরলেই নামের আগে জুড়ে দেয় রাতারাতি কবি।
নানা জনের লেখার দু’চার লাইন ভাজে গোজে মিলিয়ে দিয়ে নাকি
বিশাল কবিত্ব অার সম্মাননা মেলে। হিসেবে কাঁচাই থেকে গেলাম ।
ভুলকে ভুল বলার সৎসাহস হারালে নিজেকে নিলামে উঠান যায়,
একবার নিলামে উঠলেই মুখে মুখে রটে যায় নাম নিলামি সম্পদ।
========= =================
১২ নভেম্বার ২০১৬, শনিবার, রাত: ০৯:১৩ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited