কাউকে খুব বেশী তেল মাখতে গেলে
নিজের দুইহাত যে তৈলাক্ত হয়ে যায় এটা অনেকেই ভুলে যাই,
তৈলাক্ত পদার্থের পিচ্ছিলতার কারনে
ও আর ধরে রাখা যায় না বা ইচ্ছেখুশী ব্যবহার করা যায় না।
বিশেষ এই কাজটির প্রতি চিরদিনের
একরকম অবজ্ঞার কারনে ভাল হতে পারি না অনেকের কাছে,
আর ঠিক ওরকম ভাল হবার জন্য
মনের মধ্যে কোনরকম স্পৃহা জাগে না। বরং মন্দ থাকা ভাল।
কলিকালে তেলের ব্যবহার দিনি দিন
এত বেশী বেড়ে গেছে যে নানাবিধ অজানা রোগের উৎপত্তি
হচ্ছে সে সব ভেজাল মিশেল দ্রব্যাদিতে।
স্বপ্ন আর দুঃস্বপ্ন বুকের মধ্যে আগলে রেখে জীবন্মৃত অভিনয়।
শীতের প্রকোপ খুব বেশী বেড়ে গেলে কি জানি কি হয় এবছর,
হোক না এপার আর ওপার এর বেশীতো কিছু নাই তাই না?
========= =================
১৩ নভেম্বার ২০১৬, রবিবার, রাত: ০৬:২২ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited