পাঁচমিশালী স্বপ্ন নিয়ে চলছে যেন এই জীবন,
খেয়াঘাটে বটতলাতে সাজিয়ে ডালায় পসরা
আসতে যেতে নজর পড়লে হাসে লোকজন।
হরেক জনের ইচ্ছে যেমন কি আর আছে করা
টিপে দেখে উল্টেপাল্টে হাত ও বুলায় গায়ে
এরাই নাকি সভ্য মানুষ এই সমাজে নামকরা।
এলেবেলে ভাবনা নিয়ে পাল উড়ালাম নায়ে,
বইছে হাওয়া প্রতিকুলে কেমনে বা যাই কুলে
দুলছি একা ঢেউয়ের তালে স্বপ্ন বুকে নিয়ে।
বুকের বনে উড়ছে ভ্রমর প্রজাপতি ফুলে ফুলে,
কেউ থাকে না মধু পেলে যায় যে উড়ে শেষে
ঝরে পড়ে রঙ্গিন পাপড়ি হাওয়ায় দুলে দুলে।
গুণীজনের বাণী ‘বিচ্ছেদেই সার্থকতা ভালবেসে,
বুকটা কেন জ্বলে তবে এমন বিরহী দীর্ঘ্যশ্বাসে।
========== =============
১০ নভেম্বর ২০১৬, বৃহস্পতিবার, সকাল: ০৫:৪৬ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited